রবিবার, ৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বৃহত্তর নোয়াখালীকে বিভাগে উন্নীত করার দাবিতে মানববন্ধন

বৃহত্তর নোয়াখালী জেলাকে বিভাগে উন্নীত করার দাবিতে গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়েছে। আয়োজক : নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ‘নোয়াখালী প্রতিদিন’ সম্পাদক রফিকুল আনোয়ার। মানববন্ধনে অংশ নেন ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম, খন্দকার তারেক রায়হান,  তোফাজ্জল হোসেন, আল মামুন, সোহাগ চৌধুরী,  নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এমএইচ রহমান ফুয়াদ, গোলাম সারওয়ার, স্বপন মাহমুদ প্রমুখ।

মানববন্ধনের বক্তারা বলেন, দেশে এমন কিছু জেলা আছে যেগুলো অনুপাতিক হারে নোয়াখালীর তিনগুণ বেশি প্রশাসনিক সুবিধা নিচ্ছে। যেমন বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, সিলেট ও কুমিল্লা। তারা বলেন, কুমিল্লার আয়তন ৩০৮৫ বর্গ কিলোমিটার, উপজেলার সংখ্যা ১৭টি, পক্ষান্তরে নোয়াখালীর আয়তন ৫০০০ বর্গ কিলোমিটার অথচ উপজেলার সংখ্যা ৯টি। তাই এই জেলার বিভিন্ন উপজেলাকে বিভাজন করে আরও ৭টি উপজেলা গঠন করা আবশ্যক। নবসৃষ্টি উপজেলার সমন্বয়ে নতুন জেলা বানিয়ে সেগুলোকে নোয়াখালী বিভাগভুক্ত করার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর