সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

দুদকে জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

রিমান্ডে প্রথম দিনের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল সন্ধ্যা ৬টার দিকে ঠিকাদার জি কে শামীমকে সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে রমনা থানায় নিয়ে যাওয়া হয়। আজ সকাল ৯ টার দিকে আবারও তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে দুদকের জনসংযোগ বিভাগ। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলাম বলেন, রিমান্ডের সাত দিন দুদকে জিজ্ঞাসাবাদ শেষে রমনা থানা হেফাজতে রাখা হবে জি কে শামীমকে।  এর আগে ২৭ অক্টোবর শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। গতকাল থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জি কে শামীমকে দুদকে আনা হয়। গত ২০ সেপ্টেম্বর জি কে শামীমকে গ্রেফতার করে র‌্যাব। ২১ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন। তার বিরুদ্ধে ২৯৭ কোটি ৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর