সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্কুলশিক্ষার্থী আবরারের মৃত্যুতে অপমৃত্যু মামলা

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস

নিজস্ব প্রতিবেদক

প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলশিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুতে অপমৃত্যু মামলা হয়েছে। শুক্রবার রাতে মোহাম্মদপুর থানায় মামলাটি করেন আবরারের বাবা মজিবুর রহমান। এদিকে আবরারের মৃত্যুতে প্রথম আলোর কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে গতকাল। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, আবরারের মৃত্যুতে দায়ের করা অপমৃত্যু মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছে। গত শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার রাহাত (১৫)। আবরারের সহপাঠীসহ অভিভাবকদের অভিযোগ, আবরার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে দ্রুত চিকিৎসা দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আয়োজক কর্তৃপক্ষ তা না করায় আবরারের এ করুণ পরিণতি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর