সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জম্মু-কাশ্মীর ও লাদাখের নতুন মানচিত্র

পাকিস্তানের প্রত্যাখ্যান

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নতুন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখের বিস্তৃৃত সীমানা চিহ্নিত করে একটি নির্দেশনা জারি করেছে। শনিবার প্রকাশিত ওই নির্দেশনার ফলে ভারতের একটি নতুন রাজনৈতিক মানচিত্র সৃষ্টি হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। জম্মু  ও কাশ্মীরকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর এবং সেখানে দুজন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ দেওয়ার দুদিন পর এই নির্দেশনা দিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনায় কারগিল ও লেহকে লাদাখের অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৪৭ এর মানচিত্রের বাকি অংশ থাকছে কাশ্মীরে। নির্দেশনায় ৭২ বছর আগে যে ১৪টি জেলা নিয়ে জম্মু ও কাশ্মীর রাজ্যটি গঠিত হয়েছিল সেগুলোর নামও উল্লেখ করা হয়েছে। এগুলি হচ্ছে- কাঠুয়া, জম্মু, উধমপুর, রিয়াসি, অনন্তনাগ, বারমুল্লা, পুচ, মিরপুর, মুজাফফরাবাদ,  লেহ অ্যান্ড লাদাখ, গিলগিট, গিলগিট ওয়াজারাত, চিলহাস এবং ট্রাইবাল টেরিটরি।

মানচিত্র প্রত্যাখ্যান পাকিস্তানের : ভারতের নতুন রাজনৈতিক এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। গতকাল দেশটির পররাষ্ট্র দফতরের বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ‘জম্মু ও কাশ্মীর অঞ্চল প্রদর্শনের পাশাপাশি গিলগিত-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের কিছু অংশকে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চিত্রিত করার চেষ্টা করেছে। পাকিস্তানের দাবি, ভারতের প্রকাশ করা মানচিত্র ‘ভুল’। এর কোনো আইনগত ভিত্তি নেই। এটা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসমূহের সম্পূর্ণ লঙ্ঘন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর