সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ড. রফিকুল মতিন বিটিসিএল এমডি

নিজস্ব প্রতিবেদক

ড. রফিকুল মতিন বিটিসিএল এমডি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে গতকাল দায়িত্ব নিয়েছেন ড. মো. রফিকুল মতিন। এর আগে তিনি বিটিসিএলের ডিএমডি এবং ‘সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স’ প্রকল্পের পরিচালক ছিলেন। রাজশাহীতে জন্মগ্রহণকারী ড. মতিন ১৯৮৮ সালে বুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিষয়ে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৯১ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। চাকরিকালে তিনি ১৯৯৯ সালে উপবিভাগীয় প্রকৌশলী, ২০০৩ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০০৯ সালে পরিচালক এবং ২০১৮ সালে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর