শিরোনাম
সোমবার, ৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশ থেকে ফিরিয়ে নিন

সুচিকে মোদির আহ্বান

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক আহ্বানে মিয়ানমারের নেত্রী অং সং সুচিকে দ্রুত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ান-ভারত শীর্ষ সম্মেলনের আগে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় তিনি ওই আহ্বান জানান। এ সময় মোদি উল্লেখ করেন, রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষদের (রোহিঙ্গা) দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন প্রয়োজন। কারণ এর মধ্যেই রয়েছে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের মতো তিনটি প্রতিবেশী রাষ্ট্রের এবং বিশেষ করে এই অঞ্চলের আঞ্চলিক স্বার্থ। এ সময় উভয় পক্ষই একমত হন যে, মৌলিক স্বার্থ রক্ষায় মিয়ানমার-ভারতের মধ্যে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা জরুরি।

মোদি আরও উল্লেখ করেন, ভারত মিয়ানমারের পুলিশ, সামরিক ও বেসামরিক কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থী ও নাগরিকদের সক্ষমতা বৃদ্ধিতে জোরালো সমর্থন অব্যাহত রাখবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতাই যোগাযোগের অংশীদারিত্বের ভিত্তি সম্পর্ক প্রসারিত, উভয় দেশের মধ্যে বিমান যোগাযোগের সম্প্রসারণ এবং মিয়ানমারে ভারতের ব্যবসার ক্রমবর্ধমান আগ্রহের ব্যাপারে ঐকমত্য ব্যক্ত করেন। অং সং সুচিও ভারতের সঙ্গে অংশীদারিত্বের ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি মিয়ানমারে গণতন্ত্রকে প্রশস্তকরণ ও উন্নয়নের ভারতের ধারাবাহিক ও টেকসই সহায়তার জন্য প্রশংসা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর