মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে

জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দুই দেশের সম্পর্ক রাষ্ট্রীয় পর্যায়ে ভালো থাকলেও মানুষে-মানুষে এখনো দূরত্ব রয়ে গেছে। ফেনী নদীর পানি, তিস্তা চুক্তি ও ভারতীয় নাগরিকদের রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে বাংলাদেশের মানুষের মনে বিরূপ মনোভাব রয়েছে। এ দূরত্ব কমিয়ে আনা দরকার। গতকাল ঢাকার শান্তিনগরের একটি রেস্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ভারতের ত্রিপুরা রাজ্যের স্পিকার রেবতি মোহন দাসসহ ১৪ জনকে সার্ক কালচারাল সোসাইটির পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। ত্রিপুরার স্পিকার রেবতি মোহন দাস বলেন, ফেনী নদীর ওপর ব্রিজ নির্মাণ করায় দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ হয়েছে। আয়োজক সংগঠনের সভাপতি ও জাপা প্রেসিডিয়াম সদস্য  সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরার বিজেপির বিধায়ক আশীষ কুমার সাহা, আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার, আসামের সাংস্কৃতিক সংগঠক ড. সৌমিন ভরাদিয়া প্রমুখ।

সর্বশেষ খবর