মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘বিষ’ বাতাসে আরও বিপজ্জনক দিল্লি

‘বিষ’ বাতাসে ভয়ঙ্কর আকার ধারণ করেছে দিল্লির আকাশ। কখনো চরমে পৌঁছাচ্ছে, কখনো আবার সামান্য নামছে। গত কয়েক দিন ধরে দিল্লির বাতাসের গুণগত মানের সূচকের (একিউআই) ছবিটা এ রকমই। গতকালও রাজধানীর দূষণচিত্রে খুব একটা হেরফের হয়নি। দূষণের দায় কার? এ নিয়ে কেন্দ্র ও রাজ্যের টানাপড়েনকে এদিন তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।

বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন বলে, ‘এই পরিবেশে কীভাবে বাঁচব? ঘরের ভিতরেও কেউ নিরাপদ নয়। যথেচ্ছাচার চলছে।’ গতকাল সকালে বাতাসের গুণগত সূচকের (একিউআই) গড় ছিল ৭০৮। যা দূষণের পরিভাষায় ‘অতি বিপজ্জনক’। অথচ মেনে নেওয়ার মতো একিউআই মাত্রা হচ্ছে শূন্য থেকে ১০০ পর্যন্ত। এদিকে দিল্লির দূষণের মাত্রা ভয়াবহ রূপ নেওয়ায় গতকাল দিল্লি বিমানবন্দর থেকে ৩৭টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর