শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
দুই মার্কিন কর্মকর্তার ব্রিফিং

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারে নিরাপদ পরিবেশ দরকার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় বাসিন্দাদের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্র সরকারের কয়েকটি প্রকল্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা। গতকাল সকালে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিচ ওয়েলস কক্সবাজারের টেকনাফের শামলাপুর শরণার্থী শিবির ও ইউএসএআইডির উপপ্রশাসক বনি গ্লিক কক্সবাজার সদর ও রামুর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুপুরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেন  সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিচ ওয়েলস। বৈঠক শেষে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপদ পরিবেশ দরকার। প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদাপূর্ণ হতে হবে। তিনি কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দুপুরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহাবুব আলম তালুকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর