শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানীতে বিশাল জশনে জুলুস

নিজস্ব প্রতিবেদক

মানবতার মুক্তির দূত, রাহমাতুল্লিল আলামিন, প্রিয়নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আওলাদে রসুল আলহাজ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্র (মাদ্দাজিল্লুহুল আলী) নেতৃত্বে রাজধানীতে বিশাল জশনে জুলুস ও মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে গতকাল সকালে মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা প্রাঙ্গণ হতে এ জুলুস বের করা হয়। আজিমুশ্মান এই জুলুস (ধর্মীয় র‌্যালি) মোহাম্মদপুরের শাহজাহান রোড, ইকবাল রোড, আসাদ এভিনিউ, নূরজাহান রোড, তাজমহল রোড, শিয়া মসজিদ, শ্যামলী, খিলজী রোড, বাবর রোড হয়ে আবার মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জুলুসে ঢাকা মহানগরী থেকে হাজার হাজার আশেকে রসুল অংশ নেন।

তাদের মুখে ছিল নারায়ে তকবির, আল্লাহু আকবার, নারায়ে রেসালত- ইয়া রসুলুল্লাহ (সা.) স্লোগান। ভাবগম্ভীর পরিবেশে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। পরে কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা ময়দানে আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্র সভাপতিত্বে পবিত্র রবিউল আউয়াল মাসে রাহমাতুল্লিল আলামিন হজরত মুহম্মদ (সা.)-এর শুভাগমন নিয়ে  আলোচনা ও মিলাদ মাহফিল হয়। মাহফিলে প্রধান মেহমান ছিলেন সাহেবজাদা হুজুর কেবলা আল্লামা আলহাজ সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্, আল্লামা সৈয়দ মুহাম্মদ হামেদ শাহ্।

সর্বশেষ খবর