রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

১৩ নভেম্বর সাত বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দেশে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর ২৩টি উপজেলায় সাতটি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ১৩ নভেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৩ উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী যেসব বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন সেগুলো হলো- আনোয়ারা ৩শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, রংপুরে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র,  শিকলবাহা ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, পটিয়া ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, তেঁতুলিয়া ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র ও গাজীপুর ১শ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। 

সর্বশেষ খবর