রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি পুনর্বাসন কার্যক্রম চালানো হবে : মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি বলেছেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত কৃষি পুনর্বাসন কার্যক্রম চালানো হবে। বীজ, সারসহ যত রকম সাহায্য-সহযোগিতা দরকার তা করবে সরকার। গতকাল টাঙ্গাইলের মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে বোরো ও আমন ধানের ফলন উদ্বৃত্ত হওয়ায় দাম কমে গেছে। চেষ্টা করছি কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে। কিন্তু গুদামগুলোতে স্থান সংকুলান না হওয়ায় ধান কিনতে পারছি না। তবুও এবার ৬ লাখ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান, নৌ-সচিব আবদুস সামাদ, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর