শিরোনাম
রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্দা নামল অ্যাড মেকার বাংলাদেশ প্রতিযোগিতার

নিজস্ব প্রতিবেদক

জমকালোভাবে শেষ হলো নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইয়াং এন্টারপ্রেনার সোসাইটি আয়োজিত অ্যাড মেকার বাংলাদেশ ২০১৯ প্রতিযোগিতার। গত শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন।

সুজুকি মোটরবাইক প্রযোজিত অ্যাড মেকার বাংলাদেশ প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে ছিল নোকিয়া এবং সহজ। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিশ্ববিদ্যালয়ের টিম মাডব্লাড। তাদের পুরস্কার হিসেবে ২ লাখ টাকা দেওয়া হয়। দ্বিতীয় স্থান লাভ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের টিম জিরো টু ওয়ান। তাদের ১ লাখ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম সেনজুটসুকে পুরস্কার হিসেবে ৮০ হাজার টাকা দেওয়া হয়। আয়োজকরা জানান, এবারের অষ্টম আসরে অংশগ্রহণকারী প্রতিটি দল মানসম্পন্ন বিজ্ঞাপনসহ মার্কেটিংয়ের সম্পর্কে শিক্ষণীয় বিষয় জানতে পারে। আয়োজনের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা। গত অক্টোবরে একটি কর্মশালার মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতাটি শুক্রবার শেষ হয়।

সর্বশেষ খবর