রবিবার, ১০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অনেকেই ফিরে আসতে যোগাযোগ করছে : মেনন

নিজস্ব প্রতিবেদক, যশোর

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ‘দশম কংগ্রেস নিয়ে পার্টির মধ্যে কোনো বিভাজন হয়নি। কিছু লোক তা বর্জন করলেও কংগ্রেস শতভাগ সফল হয়েছে। যারা কংগ্রেস বর্জন করেছিলেন তাদের অনেকেই ফিরে আসার জন্য যোগাযোগ শুরু করেছেন। তাদের জন্য পার্টির দ্বার উন্মুক্ত রাখা হয়েছে’। গতকাল সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়িতে দলের প্রয়াত সভাপতি অমল সেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 দশম কংগ্রেসের পর ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে অমল সেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলেন তিনি। এ সময় তার সঙ্গে পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সংসদ সদস্য মুস্তাফা লুৎফুল্লাহ, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, নজরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী, দিপংকর সাহা দিপু, কেন্দ্রীয় বিকল্প সদস্য সবদুল  হোসেনসহ যশোর ও নড়াইল জেলার নেতারা।

সর্বশেষ খবর