মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় আনজুমানে রহমানিয়ার জশনে জুলুস-সমাবেশ

ঢাকায় আনজুমানে রহমানিয়ার জশনে জুলুস-সমাবেশ

রবিবার সকালে ঢাকার মিরপুরে জশনে জুলুস (র‌্যালি) বের করা হয় -বিজ্ঞপ্তি

মাইজভাণ্ডার দরবারের ইমাম শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, ১২ রবিউল আউয়াল মানবজাতির মুক্তির দিশারি হযরত মুহাম্মদ (সা.) যখন দুনিয়ায় আগমন করেন তখন কন্যাসন্তানকে অভিশাপ মনে করে জীবন্ত কবর দেওয়া হতো। নারীরা ছিলেন ভোগ-বিলাসের পণ্য। মহানবী (সা.) এসবের অবসান ঘটিয়ে নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। মহানবীর (সা.) দুনিয়ায় শুভাগমন দিবস উপলক্ষে রবিবার ঢাকার মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার শান্তি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ ছাড়া তার নেতৃত্বে নগরীতে জশনে জুলুস বের করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন ও সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজের সাংগঠনিক সম্পাদক ড. আহমদ তিজানী বিন ওমর, আনজুমানের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল রিছালপুরী। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর