মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ধানমন্ডির জোড়া খুন

তিন আসামি ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের মামলায় তিন আসামিকে এক দিন করে ফের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া আরেক আসামি নুরুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- ইলেকট্রিশিয়ান বেলায়েত, বাড়ির ব্যবস্থাপক গাউসুল আজম প্রিন্স ও গৃহকর্মী আতিকুল হক বাচ্চু।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (নিরস্ত্র) রবিউল আলম চার আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে তিন আসামিকে ফের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন এবং আরেক আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে মামলার অন্যতম আসামি সুরভী দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ধানমন্ডির ২৮ নম্বর রোডে অবস্থিত ২১ নম্বর বাসার ই-৫ ফ্ল্যাটে গৃহকর্ত্রী আফরোজা বেগম ও গৃহপরিচারিকা দিতি খুন হন। খুনের ঘটনায় ৩ নভেম্বর মৃত আফরোজা বেগমের মেয়ে দিলরুবা সুলতানা রুবি ধানমন্ডি থানায় মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর