বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে নোংরা রাজনীতি চলছে : ইমাম সমাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ইমাম সমাজের নেতারা বলেছেন, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহর বক্তব্য নিয়ে নোংরা রাজনীতি চলছে। ধর্ম প্রতিমন্ত্রী আলেম সমাজকে হেয় করে কোনো ধরনের বক্তব্য দেননি। যারা দ্বীন, ধর্ম এবং ইসলামকে তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, স্বেচ্ছাচারিতা করে এবং দেশের স্বাধীনতা ও স্বার্থবিরোধী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত, তিনি তাদের ব্যাপারে মন্তব্য করেছিলেন। গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। নেতারা বলেন, নৈতিকতার জায়গা থেকে তারা তাদের বক্তব্য জাতির সামনে পেশ করাকে  নৈতিক দায়িত্ব মনে করেন।

 ওইদিন প্রতিমন্ত্রী তার বক্তব্যে ওলামায়ে কেরামকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন এবং সরকারের সঙ্গে সারা দেশের সব ওলামায়ে কেরামের সুসম্পর্ক কীভাবে আরও বৃদ্ধি পায় এ ব্যাপারে তিনি দীর্ঘ বক্তব্য দেন। ওলামায়ে কেরামের সঙ্গে সরকারের সুসম্পর্কের বিষয়টিও অনেকের গাত্রদাহের কারণ হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি কারি আবুল হোসেন, মুফতি মিনহাজ উদ্দিন (মহাসচিব), মাওলানা তসলিম আহমদ, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা যোবায়ের কাসেমী প্রমুখ।

সর্বশেষ খবর