বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

২ হাজার পানির পাম্পের বদলে বন্দরে এলো ৩৭ হাজার কেজি কসমেটিকস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

২ হাজার পানির পাম্প আমদানির ঘোষণা দিয়ে ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস-সামগ্রী আনা হলো চট্টগ্রাম বন্দরে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার জেল, সাবান, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেসওয়াশ, টুথপেস্ট, টুথব্রাশ, বডিওয়াশসহ নানা প্রসাধনসামগ্রী। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটি আটক করে। ইতিমধ্যে এ চালানের শতভাগ কায়িক পরীক্ষা (খুলে দেখা) করা হয়েছে। গতকাল চট্টগ্রাম কাস্টমস হাউসের এআইআর শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, ঢাকার চম্পাটুলি লেনের আমদানিকারক অনলি ওয়ান ইন্টারন্যাশনালের নামে চালানটি চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে।

 এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান উজালা শিপিং লাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ৫ নভেম্বর কাস্টমস হাউসে বিল অব এন্ট্রি (সি-১৭০৭১২০) দাখিল করে। পানির পাম্প ঘোষণা দিয়ে আনা কসমেটিকসের কায়িক পরীক্ষায় মোট ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস-সামগ্রী এবং মাত্র ৪৮টি পানির পাম্প পাওয়া যায়। জানা গেছে, এ চালানে সম্ভাব্য রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা। রাজস্ব ফাঁকির দায়ে আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাস্টমস কর্মকর্তা মো. নূর উদ্দিন মিলন।

সর্বশেষ খবর