বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রাত পৌনে ২টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, সাদ্দাম ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। নিহত সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারিপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে। এ সময় পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে।

তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শহরতলি বিরাসার গ্রামের শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৫), সরাইল উপজেলার নাথপাড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৪)। পুলিশ জানায়, পুলিশের একটি দল ডাকাত দল ধরার জন্য যাত্রাপুর এলাকার চাপরবাড়ি এলাকা ঘেরাও করলে ডাকাতরা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশও বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, গুলির খোসা ও নগদ টাকা উদ্ধার করেছে।

সর্বশেষ খবর