বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছাত্র রাজনীতি এখন লাঠিয়াল বাহিনী

-জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ছাত্র রাজনীতি এখন রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। পেশি শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভক্তির জায়গায় এখন ভয়ভীতি, শ্রদ্ধার জায়গায় আতঙ্কে পরিণত হয়েছে। গতকাল আইইবি মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, আমাদের ছাত্র রাজনীতির গর্বিত ঐতিহ্য রয়েছে। এমন ইতিহাস রয়েছে, দেশের জন্য ছাত্ররা জীবন দিতে দ্বিধাবোধ করেননি। সেই ঐতিহ্য ম্লান হতে বসেছে। আগে ছাত্রনেতারা সাধারণ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। ছাত্র রাজনীতির কাছ থেকে নেতারাও কিছুটা গ্রহণ করতেন। সেই  রেকর্ড রয়েছে।

আমরা চিরাচরিত ছাত্র রাজনীতি পরিবর্তন করতে চাই। ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফেরাতে চাই। ছাত্রদের লাঠিয়াল হিসেবে গড়ে তুলতে চাই না। তারা নীতি আদর্শ দিয়ে মানুষের মন জয় করবে, ভয় দেখিয়ে নয়। নেতৃত্ব তৈরির মানসিকতা  তৈরি করতে হবে। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ছাত্র সংগঠনের নামে চাঁদাবাজি, হল দখল, টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। কিন্তু ছাত্র সমাজের নামে কোনো অভিযোগ নেই। সম্মেলনে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, ফয়সল চিশতী, সাইফুদ্দিন আহম্মেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার লোটন ও নোমান মিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র সমাজের সদস্য সচিব ফয়সাল দিদার দীপু।

সর্বশেষ খবর