শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে : অর্থমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের কারিগর এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। জঙ্গিবাদ প্রতিরোধ, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচারসহ জাতীয় জীবনের বহু ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরেই। তিনি গতকাল বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্সে কুমুদিনী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, পিয়াজের জন্য বাণিজ্য মন্ত্রণালয় যা চাইবে সব দেওয়া হবে। সংকট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে পিয়াজের ওপর ইমপোর্ট ডিউটি বাতিল করা হয়েছে। তাই পিয়াজ আমদানির ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। অনুষ্ঠানে কুমুদিনী কল্যাণ ট্রাস্টের পরিচালক রাজিব প্রসাদ সাহা, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের প্রিন্সিপাল প্রতিভা মুসুদ্দি, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুনসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে অর্থমন্ত্রী কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, নার্সিং কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সর্বশেষ খবর