রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রাজধানী ও সাতক্ষীরা থেকে ৬ জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর থেকে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার থেকে গতকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে র‌্যাব। তারা হলেন- শফিকুল ইসলাম ওরফে সাগর ওরফে সালমান মুক্তাদির, ইলিয়াস হাওলাদার ওরফে খাত্তাব, ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা, আমীর হোসাইন ওরফে তাওহিদী জনতার আর্তনাদ, শিপন মীর ওরফে আবদুর রব, মো. ওয়ালিউল্লাহ ওরফে আবদুর রহমান। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদেই গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাদের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট, মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে মোজাম্মেল হক বলেন, এরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। তাদের মতে এই ব্যবস্থা তাগুতি বা বাতিল। তারা কথিত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। এর বিরোধিতাকারীদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থার জন্য একাকী হামলার প্রশিক্ষণের ওপর সাম্প্রতিক সময়ে জোর দিচ্ছে জঙ্গিরা। সাংগঠনিক তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় সম্পর্কে তারা নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে। তবে কোনো নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ, গোপনীয় তথ্য সরবরাহ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কদাচিৎ অফলাইনে দেখা সাক্ষাৎ করছে। শিগগিরই টার্গেট বাস্তবায়নের জন্য উত্তরা এলাকায় একটি স্থানে মিলিত হওয়ার চেষ্টা করছিল গ্রেফতারকৃতরা। তবে আগাম খবর পেয়ে যাওয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে দেয় র‌্যাব।

র‌্যাব সূত্র বলছে, ইলিয়াস হাওলাদারের সাংগঠনিক নাম খাত্তাব। এর আগে সে হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য ছিল। খাত্তাব ছদ্ম নাম ব্যবহার করে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করে। পেশায় গাড়িচালক। তার মাধ্যমেই শফিকুল, আমীর হোসাইন, শিপন মীর, আনসার আল ইসলাম দল সম্পর্কে প্রথম জানতে পারে; পরবর্তীতে দলে যোগ দেয়। শফিকুল বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পঞ্চম বর্ষের ছাত্র। জসিম উদ্দিন রাহমানীর জঙ্গিবাদী আলোচনার মাধ্যমে উগ্রবাদে আকৃষ্ট হয় সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা আমীর হোসাইন। বর্তমানে সে সাতক্ষীরা জেলার আনসারুল ইসলামের প্রধান সমন্বয়ক। ইকরামুল ইসলাম ছয়টি উগ্রবাদী ফেসবুক পেজের অ্যাডমিন। অনেক শীর্ষ জঙ্গির ঘনিষ্ঠজন ওয়ালি উল্লাহ, সাংগঠনিক নাম আবদুর রহমান। বর্তমানে সে তাহফিজুল কুরআন/দারুল কুরআন ওয়াজ সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর