রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

পরিবহনের শীর্ষ পদ থেকে রাঙ্গাকে বহিষ্কার দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সংসদ সদস্য ও পরিবহনের শীর্ষ পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। পাশাপাশি এসব অপরাধে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলার দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ঐক্য লীগ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় সংগঠনের সদস্য সচিব ইসমাইল হোসেন বাচ্চু লিখিত বক্তব্যে বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের নায়ক পরিবহন শ্রমিক নূর হোসেন সম্পর্কে রাঙ্গার অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যে তারা মর্মাহত ও ক্ষুব্ধ। রাঙ্গা দুঃখ প্রকাশ করলেও তা ক্ষমার অযোগ্য। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে রাঙ্গা ধৃষ্টতা দেখিয়েছেন।

তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে পরিবহন সেক্টরে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম। আগে পরিবহন শ্রমিকদের চাঁদা ৩০ ও মালিকদের ছিল ৪০ টাকা। রাঙ্গা ও এনায়েত দায়িত্ব নেওয়ার পর থেকে এখন মালিকদের চাঁদার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৮০০ টাকা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এস এম শাহ আলম, মালিক-শ্রমিক নেতা ফজলুর রহমান, মো. হোসেন, নাসির উদ্দিন, শেখ নজরুল ইসলাম, ইসমাইল হোসেন বাচ্চু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর