রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার খাতের পাঁচ নির্বাহীকে পুরস্কার দেবে কালারস

নিজস্ব প্রতিবেদক

দেশের চার খাতের পাঁচ প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ‘কালারস সিইও অব দ্য ইয়ার ২০২০’ অ্যাওয়ার্ড দেবে লাইফস্টাইল ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক ইংরেজি মাসিক ম্যাগাজিন কালারস। এ চার খাতের মধ্যে রয়েছে ‘আর্থিক খাতে সিইও অব দ্য ইয়ার (ব্যাংকিং এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহ), এফএমসিজি খাতে সিইও অব দ্য ইয়ার’ ‘তৈরি পোশাক খাতের সিইও অব দ্য ইয়ার’ এবং ‘বৃহৎ ম্যানুফ্যাকচারিং খাতের সিইও অব দ্য ইয়ার। এর মধ্যে ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দুজন সিইও অ্যাওয়ার্ড পাবেন। গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কালারস সম্পাদক জাকারিয়া মাসুদ। বক্তব্য রাখেন কালারসের উপদেষ্টা জিয়াউল করিম ও মার্কেটিং অ্যান্ড অপারেশন বিভাগের প্রধান লাকি বেগম। আয়োজকরা জানান, আগামী এপ্রিলে হোটেল ইন্টার-কন্টিনেন্টালে ‘কালারস সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হবে। মনোনয়ন এখন থেকে উন্মুক্ত। প্রার্থীরা নিজেরাও যে কোনো পুরস্কারের জন্য সরাসরি আবেদন করতে পারবেন। বিচারকদের রায়ে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। এর আগে চলতি বছরের শুরুতে প্লাটিনাম উইমেন বিজনেস এবং সাত ক্যাটাগরিতে তরুণ নারী উদ্যোক্তাদের অ্যাওয়ার্ড দিয়েছে কালারস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর