রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কেউ যেন হয়রানির শিকার না হন : পীর মিসবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আয়কর দেওয়া হলো নিজের জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সরকার এতো উন্নয়ন করে যাচ্ছে, বিত্তবান মানুষকে আয়কর দিয়ে সেই উন্নয়নের অংশীদার হতে হবে। দেশ এখন শতভাগ বিদ্যুতায়নের কাছাকাছি। আগামী বছর মুজিববর্ষ পালনের মধ্যদিয়ে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হবে। কাজেই আয়কর পরিশোধ করে উন্নয়নের এই যাত্রায় সামর্থ্যবান মানুষকে শরিক হতে হবে। তিনি আরও বলেন, আয়কর দিতে গেলেও মানুষের মধ্যে ভীতি কাজ করে। বছরে বছরে জটিলতা সৃষ্টি এই ভীতির কারণ। এগুলো আরও সহজ ও তথ্য প্রযুক্তিনির্ভর করা প্রয়োজন। আয়কর প্রদানের আওতায় এসে মানুষ যেন কোনোপ্রকার হয়রানির শিকার না হন, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে।

শনিবার সকালে সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে চারদিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার পংকজ লাল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমরান হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান (পিপিএম), সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট চাঁন মিয়া প্রমুখ।

 কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালেহ আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কর অঞ্চল সিলেটের সহকারী কর কমিশনার তন্ময় কান্তি সরকার।

আলোচনা সভা শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করেন অতিথিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর