সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লতিফ সিদ্দিকীর মুক্তিতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাই কোর্ট থেকে দেওয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় হাই কোর্টের জামিন স্থগিত চেয়ে দুদকের করা আবেদন খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ উপরোক্ত আদেশ দেয়। আদালতে এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও শাহ মঞ্জুরুল হক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম খান বলেন, লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতে আনা আবেদন আপিল বিভাগ গতকাল ডিসমিসড করে দিয়েছে। এর আগে গত ১১ নভেম্বর গতকাল পর্যন্ত তার জামিন স্থগিত করে আদেশ দিয়েছিল আপিল বিভাগ।

সর্বশেষ খবর