মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশিদের চাকরির সুযোগ যুক্তরাষ্ট্রে

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে গণনার আওতায় আনতে সেন্সাস ব্যুরো ২০২০ সালের আদম শুমারির জন্য দেশব্যাপী অস্থায়ীভাবে ৫ লাখ কর্মী নিয়োগ করবে।  দেশের প্রতিটি অঞ্চলে এ নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তরা আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া আদম শুমারিতে ৬ থেকে ৮ সপ্তাহ কাজ করার সুযোগ পাবেন। ‘সেন্সাস টেকার’ পদে এই নিয়োগপ্রাপ্তরা ঘণ্টায় ২৫ ডলার করে মজুরি এবং সপ্তাহে পার্টটাইম-ফুলটাইমসহ সর্বোচ্চ ৪০ ঘণ্টা পর্যন্ত কাজের সুযোগ পাবেন। বেতনসহ ট্রেনিংয়েরও সুযোগ রয়েছে। খবর এনআরবি নিউজের। যুক্তরাষ্ট্রের সিটিজেন ও নন-সিটিজেন ১৮ বছরের ঊর্ধ্ব বয়সীরা এ চাকরির জন্য উপযুক্ত বিবেচিত হবেন। সেন্সাস ব্যুরোর এ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং  সেন্টারে ১৬ নভেম্বর শনিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত অনলাইনে লোক নিয়োগে সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে একই সময়ে এক সংবাদ সম্মেলনে ২০২০  সেন্সাস বিষয়ে বিস্তারিত তুলে ধরে ‘বাংলাদেশি কমপ্লিট কাউন্ট কমিটি’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর