মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘কালো দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

‘জনগণের ভোটাধিকার হরণ’ করা হয়েছে উল্লেখ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামী ৩০ ডিসেম্বরকে কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। গতকাল রাজধানীর পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ ঘোষণা দেন। তারা বলেন, নির্বাচনের দিনটি ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ওই দিন সারা দেশে উপজেলা পর্যায়ে জোটের শরিক দলগুলোর কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা মিছিল হবে, ঢাকায় অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সমাবেশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক  মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সদস্য সচিব মনির উদ্দীন পাপ্পু।

খালেকুজ্জামান বলেন, ওইদিন নির্বাচন কমিশন, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, ব্যবসায়ী-শিল্পপতিদের সংগঠন, কায়েমি স্বার্থবাদী সব চক্র, দলীয় সন্ত্রাসী গোষ্ঠী মিলে ভোটাধিকার হরণের মতো একটি গর্হিত কাজে একযোগে লিপ্ত হয়েছিল। আওয়ামী লীগ ও তাদের ১৪ দলীয় জোট জনগণের   ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাকে হাস্যকর বিষয়ে পরিণত করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর