বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তারেকের জন্মদিনে দুস্থদের খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কেক কাটা নয় বরং আলোচনা সভা, দোয়া মাহফিল ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উদযাপন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। গতকাল রাজধানীর উত্তরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

 এ সময় অন্যান্যের মধ্যে বিএনপির সহ-প্রশিক্ষণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপি নেতা মামুন বিন আবদুল মান্নান, মহিলা দলের শামীমা রহিম, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দীপু, ডা. ফখরুজ্জামান, জেডআরএফের আনারুল ইসলাম, সোহেল মাহমুদ, ড্যাবের ডা. গালিব হাসান, রোকনুজ্জামান রুবেল, ডা. মীর মো. হাসান, ডা. মোহাইমেনুল ইসলাম বিপ্লব, ডা. নাভিদ মোস্তাক, ডা. রফিকুল ইসলাম, ডা. লিঙ্কন, ডা. মনি, ডা. নয়ন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে জেডআরএফ। গুলশানে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়। এতে ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. শামীম, ডা. আকাশ, অধ্যাপক লুৎফর রহমান, কৃষিবিদ আনোয়ারুন্নবী মজুমদার বাবলাসহ জেডআরএফের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা সবাই তারেক রহমানকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার সুস্বাস্থ্য কামনা করেন।

সর্বশেষ খবর