বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘বাংলাদেশ মানবাধিকার রক্ষায় রোল মডেল’

সাউথ এশিয়ান ল ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মানবাধিকার রক্ষায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল। সেদিন বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় না দিলে মিয়ানমারে ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার ঘটনা ঘটত। গতকাল ঢাকার একটি হোটেলে ফোরামের সুপ্রিম কোর্ট চ্যাপ্টারের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অ্যাডভোকেট শাহ আলমের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। বিজ্ঞপ্তি।

ভাইস প্রেসিডেন্ট ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন, সুপ্রিম কোর্ট চ্যাপ্টারের অ্যাডভোকেট সিরাজুল হক স্বপন, অ্যাডভোকেট জেসমিন সুলতানা, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট সেলিম জাভেদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর