শিরোনাম
বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলার রায় ২৮ নভেম্বর

আদালত প্রতিবেদক

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলার রায় ২৮ নভেম্বর ঘোষণা করা হবে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে সাইবার ট্রাইব্যুনালের বিচারক গতকাল এ আদেশ দেন। আদালতের পেশকার শামীম আল মামুন সাংবাদিকদের জানান, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেছে আদালত।

 গত ১২ নভেম্বর মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এ মামলায় ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। পরে ১৪ নভেম্বর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন ওসি মোয়াজ্জেম।

মামলা সূত্রে জানা গেছে, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির ঘটনার পর থানায় গেলে তার বক্তব্য ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ ঘটনায় ১৫ এপ্রিল ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে এ মামলা করেন।

সর্বশেষ খবর