বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মরণসভা

তৃতীয় লিঙ্গের মানুষকে সংগঠিত হতে হবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেছেন, ‘এদেশে লিঙ্গীয় বৈচিত্র্য সংবলিত অনেক মানুষ রয়েছেন। তবে তারা সংগঠিত নন। তারা সংগঠিত হলে অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন।’ লিঙ্গীয় বৈচিত্র্যের কারণে হত্যার শিকারদের স্মরণে গতকাল ঢাবিতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক  রোবায়েত ফেরদৌস।

ড. সাদেকা হালিম বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ প্রথমেই তার নিজের পরিবারে বৈষম্যের শিকার হন।

অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে সমাজ এমন আচরণ করে, অনেকে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এটা আত্মহত্যা নয়, হত্যা।

সর্বশেষ খবর