শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

আবরার হত্যার বিচারে তার বাবার পছন্দের আইনজীবী লড়বেন

----- আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের সঙ্গে তার বাবার পছন্দের দুই আইনজীবীও থাকবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বিকালে গুলশানের বাসায় আবরারের বাবা বরকত উল্লাহর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, আবরার হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে।

এ জন্য একটা প্রসিকিউশন টিম গঠন করা হয়েছে। বিচারের গতি নিয়ে উনারা (আবরারের পরিবার) সন্তুষ্ট।  সে ক্ষেত্রে তারা কয়েকজন আইনজীবীর নাম তালিকায় রাখার অনুরোধ করেছেন। তাদের পছন্দমতো দুজন আইনজীবী থাকবেন। আবরারের বাবার পক্ষ থেকে সাক্ষাতের জন্য মঙ্গলবার সময় চাওয়া হলে বৃহস্পতিবার সময় দেন আইনমন্ত্রী।

প্রসঙ্গত, ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বুয়েটছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

সর্বশেষ খবর