রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিশ্ব সম্প্রীতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কোন্নয়ন ও বন্ধুত্ব স্থাপনে পৃথিবীতে সম্প্রীতি ও বন্ধুত্বের যুুগের আগমন ঘটবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ বন্ধু সমাজ আয়োজিত ‘হিংসামুক্ত বিশ্ব সম্প্রীতি দিবস’ পালন অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ আহমেদ খান রাজীব। ‘মানুষের মাঝে বন্ধুত্ব ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করাই হচ্ছে বাংলাদেশ বন্ধু সমাজের মূল লক্ষ্য’ এমন মন্তব্য করে রাজীব খান বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে বাংলাদেশ বন্ধু সমাজের মহাসম্মেলন।

 তিনি বলেন, হিংসা-বিদ্বেষ-অহংকার পরিত্যাগ করে ভ্রাতৃত্ব-বন্ধুত্ব-সৌহার্দের মিশ্রণে সম্প্রীতি ও বন্ধুত্বেও দেশ গড়তে পারলেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন- এম গোলাম মোস্তফা ভূঁইয়া, লিয়াকত আলী খান, হাবিবুর রহমান, মঞ্জুর হোসেন ঈসা, ডি এম আমিরুল ইসলাম অমর, হাফিজুল ইসলাম বিশ্বাস, আবদুর রাজ্জাক, মজিবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর