রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঢাবি বাংলা অ্যালামনাই পুনর্মিলনী, নবীন-প্রবীণের মিলনমেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘শতবর্ষের পথে’ স্লোগান সামনে রেখে অনাবিল হাসি-আনন্দ আর আড্ডা-গল্পে চতুর্থ পুনর্মিলনী পালন করল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই। গতকাল ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে দিনভর চলে এ আয়োজন। এ উপলক্ষে টিএসসি চত্বর নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই কার্যকর পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সহসভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরীসহ বরেণ্য শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলা বিভাগসহ মোট ১২টি বিভাগ নিয়ে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিভাগের একজন কৃতী অ্যালামনাই।

 মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. এম আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলামসহ অসংখ্য গুণী ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে এই বিভাগে। পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৬৩ ও ’৬৪ সালের বাংলায় এম এ ডিগ্রিপ্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।

সর্বশেষ খবর