সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘নিবেদিত’ কর্মী রিজভীকে শ্রদ্ধা জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

‘নিবেদিত’ কর্মী রিজভী হাওলাদারের প্রতি শ্রদ্ধা জানাল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশে তার মৃত্যু সংবাদের কথা তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের শুরুতেই বলেন, ‘আমাদের নিবেদিত প্রাণ কর্মী রিজভী হাওলাদারের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি এ অফিসে সারাক্ষণ থাকতেন। দেশনেত্রী ও গণতন্ত্রের মুক্তি চাইতেন। তিনি নেত্রীর মুক্তির জন্য অফিসের নিচতলায় অনশনও করেছেন। সেই রিজভী হাওলাদার ইন্তেকাল করেছেন। এ দীর্ঘ সময় তিনি এখানে এসেছেন।

প্রত্যেক দিন আমরা তাকে দেখেছি তার বুকের মধ্যে একটি প্ল্যাকার্ড লাগিয়ে আছেন- ‘গণতন্ত্রের মায়ের মুক্তি চাই। এ মানুষটির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। পরম আল্লাহতায়ালার কাছে এ দোয়া করছি- তিনি যেন তাকে বেহেশ নসিব করেন। এ সময় গোটা সমাবেশ পিনপতন নীরবতায় তার প্রতি শ্রদ্ধা জানায়। গত শনিবার রাত সাড়ে ১০টায় বিএনপি অফিসের নিচে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান রিজভী। রাতে কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা শেষে সড়ক পথে পটুয়াখালীতে নিজের বাড়িতে নিয়ে মরদেহ দাফন করা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এই রিজভী হাওলাদার কাফনের কাপড় পরে বিভিন্ন সভা-সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।

সর্বশেষ খবর