সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ও র‌্যাব-১ এর সদস্যরা। অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৬৬ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৫ হাজার ৫২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২১৫ গ্রাম ৩৩২ পুরিয়া হেরোইন, ৫৪০ গ্রাম গাঁজা এবং ১২.৫ লিটার ও ৫২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৫০টি মামলা করা হয়েছে।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গতকাল দুপুরে খিলক্ষেতের কুড়াতলী এলাকার কুড়িল ফ্লাইওভারের পূর্ব পাশ থেকে মিলন ও শুভ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩৬ বোতল ফেনসিডিল, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক উদ্ধার করা হয়। তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। মিলন ও শুভ কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজা নিয়ে ঢাকায় এসেছিল। মাদক আইনে তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর