সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবশেষে জাসাসের পূর্ণাঙ্গ কমিটি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ আড়াই বছর পর জাতীয়তাবাদী-সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাসের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মামুন আহমেদ সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে ১৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি। কমিটিতে একজন সিনিয়র সহসভাপতি ও ৩৮ জনকে সহসভাপতি করা হয়েছে। সিনিয়র সহসভাপতি বাবুল আহমেদ ও সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন জাকির হোসেন রোকন। সহসভাপতিরা হচ্ছেন, মনিরুজ্জামান মনির, আবু সালেহ, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, সালাউদ্দিন মোল্লা, আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর আলম রিপন, লিয়াকত আলী, শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

২৩ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন, আবদুল হাই শিকদার, আ ফ ম ইউসুফ হায়দার, আপেল মাহমুদ, বেবী নাজনীন, লতিফা চৌধুরী, ফরিদা পারভীন, রেজোয়ান সিদ্দিক, খলিলুর রহমান, চৌধুরী হাসান আহমেদ কিরন, আব্দুল আজিজ, রিজিয়া পারভীন, নুরুদ্দিন আহমেদ নুরু,  ইমতিয়াজ হোসেন চপল, আবদুল মান্নান রানা, গাজী আব্দুল হাকিম, বাদশা বুলবুল, সৈয়দ সরোয়ার জাহান লিটন, আজমল হোসেন কুনু, শওকত আলী ভূইয়া, ইকবাল  হোসেন সানু, সাজ্জাদ হোসেন,  মোস্তফা কামাল পাশা ও  দেওয়ান আব্দুর রাজ্জাক রাজু।

২০১৭ সালের ১৯ জানুয়ারি আংশিক কমিটি করে ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছিল।

সর্বশেষ খবর