বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

৮০ ইউপিতে নির্বাচন ৩০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

দেশের ৮০টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে ৩০ ডিসেম্বর সাধারণ ও উপনির্বাচন হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের তফসিলের প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৬টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন হবে। বাকি ৭৪ ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে।

এদিকে সম্প্রতি প্রয়াত এমপি বাংলাদেশ জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের শূন্য আসন চট্টগ্রাম-৮-এ মধ্য জানুয়ারিতে উপনির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। ইলেকট্রনিক মেশিনে (ইভিএমে) ভোট করার পাশাপাশি ১৩ জানুয়ারি ভোটের তারিখ রাখার পক্ষে প্রস্তাবনা তৈরি করছে ইসি সচিবালয়।

এ বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, চট্টগ্রাম-৮ শূন্য আসনের উপনির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। কমিশনের অনুমোদন নিয়ে আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। কমিশনের আগামী সভায় এ সংক্রান্ত এজেন্ডা উপস্থাপন করা হবে।

সর্বশেষ খবর