বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশে জঙ্গি দমন যতটা সম্ভব হয়েছে অন্য কোনো রাষ্ট্রে তেমন হয়নি

-------------------- তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি এই কথা বলব না। কিন্তু বাংলাদেশ জঙ্গি দমন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে জঙ্গি দমন যতটা সম্ভব হয়েছে, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে তেমন হয়নি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল ডিআরইউর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেন। বক্তব্য দেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান প্রমুখ। তথ্যমন্ত্রী আরও বলেন, আজকে (বুধবার) হোলি আর্টিজান হামলা মামলার রায় দিয়েছে আদালত। সেখানে সাতজনের ফাঁসি হয়েছে। কিন্তু যখন জঙ্গিদের গ্রেফতার করছিলাম, তখন খালেদা জিয়া বলেছিলেন, কিছু লোককে ধরে আনা হয়, কিছুদিন ধরে রেখে দেওয়া হয়, তারপর চুল-দাড়ি লম্বা হলে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হয়।

এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা জঙ্গি দমনে বড় প্রতিবন্ধক। তবে বাংলাদেশের গণমাধ্যম সব সময় জঙ্গিদের বিরুদ্ধে রিপোর্ট করেছে। এ রিপোর্টগুলো ভবিষ্যতে জঙ্গি তৈরি না হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে তিনি বলেন, হোলি আর্টিজানে জঙ্গিরা যেভাবে হত্যাকা  ঘটিয়েছে, এ ঘটনার পর সংবাদপত্রে অনুসন্ধানী রিপোর্ট বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়তা করেছে।

সর্বশেষ খবর