বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বায়ু দূষণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সময় ধুলা সৃষ্টির দায়ে নির্মাণকাজে নিয়োজিত দুই ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁও এলাকায় এই জরিমানা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ বলেন, ‘আমরা প্রকল্প পরিদর্শন করে সেখানে বায়ু দূষণের অনেক উপকরণ পেয়েছি। দূষণে প্রমাণ পাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ধুলা সৃষ্টিকারী উপকরণগুলো ঢেকে রাখা, নিয়মিত পানি দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি জানান, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প এলাকার বায়ুর গুণগত মান পরীক্ষা করে পরিবেশ অধিদফতর। এতে আগারগাঁও এলাকায় এসপিএম পাওয়া যায় ৮২০, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ৭৬৪ ও বনানী মোড়ে ৬০৫ পাওয়া যায়। এসব এলাকার বায়ু দূষণের কারণ এবং দূষণকারীদের শাস্তির আওতায় নিয়ে আসতে পরিবেশ অধিদফতরের দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে। অন্য ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে রয়েছেন অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

সর্বশেষ খবর