বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৌদি থেকে ফিরলেন নির্যাতিত সেই হুসনা

নিজস্ব প্রতিবেদক

‘আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও’ বলে সৌদি আরব থেকে আকুতি জানানো সেই গৃহকর্মী হুসনা আক্তার গতকাল রাত ১১টার দিকে দেশে ফিরেছেন। তার স্বামী শফিউল্লাহ গণমাধ্যমকে জানান, সৌদি আরবে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে সম্প্রতি স্বামীকে উপরোক্ত বার্তা দিয়ে ভিডিও পাঠান হুসনা। শফিউল্লাহ সেই ভিডিও এক প্রতিবেশীর সহযোগিতায় সামাজিক  যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছেড়ে দেন। শফিউল্লাহ দালাল, রিক্রুটিং এজেন্সি, সরকারের কাছে স্ত্রীকে ফিরিয়ে আনার আকুতি জানান। ২৪ নভেম্বর হুসনার স্বামী স্ত্রীকে দেশে আনার ব্যাপারে ব্র্যাকের কাছেও আবেদন করেন। বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এলে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল।

হুসনার বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে। আর্থিক সচ্ছলতা আনতে গৃহকর্মীর কাজ নিয়ে  সৌদি আরবে যান ৭ নভেম্বর। ‘আরব ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন’ নামের একটি এজেন্সি তাকে গৃহকর্মীর চাকরি দিয়ে সেখানে পাঠায়। যাওয়ার এক সপ্তাহের মধ্যেই তিনি শারীরিক নির্যাতন, খাবার না দেওয়া, বেশি কাজ করানোসহ নানান অভিযোগ জানিয়ে ‘দেশে ফিরাইয়্যা আনা’র জন্য ভিডিও পাঠান।

সর্বশেষ খবর