রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
বিশ্ব এইডস দিবস আজ

দেশে শনাক্তের বাইরে রয়েছেন অনেক আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

আজ বিশ্ব এইডস দিবস। সারা বিশ্বের সঙ্গে আজ বাংলাদেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত এইচআইভি সংক্রমণের হার ০.০১ শতাংশের নিচে। এবার এইডস দিবসের প্রতিপাদ্য ‘এইডস নির্মূলে প্রয়োজন, জনগণের অংশগ্রহণ। দেশে সরকারি ব্যবস্থাপনায় ১০টি সরকারি হাসপাতাল থেকে এইডস আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে এইডসের চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। তবে অনেকেই রয়েছেন এইডস শনাক্তের বাইরে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বর্তমানে এইচআইভি সংক্রমিত রোগীর সংখ্যা ১৩ হাজার। এদের মধ্যে মাত্র পাঁচ হাজার ৫৮৬ জনকে শনাক্ত করা গেছে। 

সর্বশেষ খবর