রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার

-আ স ম রব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সরকার অর্থনীতি, রাজনীতি, আইনশৃঙ্খলাসহ সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই। সুতরাং এ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে  দলের  কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেএসডির প্রয়াত তিনজন সভাপতি মেজর (অব.) এম এ জলিল, মোহাম্মদ শাহজাহান, নূর আলম জিকুর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রব বলেন, মেজর (অব.) এম এ জলিল, মোহাম্মদ শাহজাহান, নূর আলম জিকু তিনজনই ছিলেন সমাজ পরিবর্তনের লড়াকু সৈনিক।  স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন জেএসডি স্টিয়ারিং কমিটির সদস্য মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিকল্পধারা বাংলাদেশ-এর মহাসচিব অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, সাবেক দায়রা জজ ও জেএসডি সহ-সভাপতি সা কা ম আনিছুর রকমান খান কামাল প্রমুখ।

জেএসডির স্টিয়ারিং কমিটির সভা : গতকাল দুপুরে জেএসডির স্টিয়ারিং কমিটির এক সভা দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দলের সভাপতি আ স ম আবদুর রব এতে সভাপতিত্ব করেন। সভায় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে সব জেলা-মহানগর-উপজেলা-থানা-পৌরসভা কমিটির কাউন্সিল, কমিটি গঠন-পুনর্গঠন করে কেন্দ্রে জমাদান এবং কেন্দ্রীয় কাউন্সিলের জন্য কাউন্সিলর তালিকা সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সব জেলার নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর