রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বর্ণিল আয়োজনে জাতীয় আয়কর দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বর্ণিল আয়োজনে সারা দেশে জাতীয় আয়কর দিবস উদযাপন করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। দেশের সক্ষম নাগরিকদের নিয়মিত কর পরিশোধে উৎসাহিত করতে ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ প্রতিপাদ্যে এবার দিবসটি পালন করা হয়। গতকাল সকালে রাজধানীর কাকরাইলে রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয়।  দিনের শুরুতে আয়কর দিবসের কর্মসূচি উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

 এতে অংশ নেন অভিনেতা ইনামুল হক, চিত্রনায়ক রিয়াজ, ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, অপু বিশ্বাস, বর্ষা, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, এস ডি রুবেল, অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

ঢাকা ছাড়াও সব বিভাগীয় শহরে জাতীয় আয়কর দিবসের বর্ণাঢ্য  শোভাযাত্রা হয়েছে। এ ছাড়া আয়কর দিতে সচেতনতা তৈরিতে নাগরিকদের মোবাইল ফোনে এসএমএসও দেওয়া হয়েছে।

ওই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বর্তমানে দেশের ১ শতাংশ মানুষ কর দেয়। এশিয়ার মধ্যে আমাদের  দেশেই সবচেয়ে কম হারে কর দেয়। তাই সরকার চাচ্ছে করযোগ্য সবাইকে কর দিতে হবে।

সর্বশেষ খবর