মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
রোহিঙ্গাদের এনআইডি

ইসির দুই কর্মচারীর ৭ দিন করে রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জালিয়াতি করে চট্টগ্রামে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার মামলায় গ্রেফতারকৃত দুই নির্বাচন কমিশন (ইসি) কর্মচারীকে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন সত্যসুন্দর দে ও সাগর চৌধুরী। দুজনই ঢাকায় ইসি কার্যালয়ে এনআইডি তৈরি প্রকল্পে কাজ করেছেন। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ। এর আগে রবিবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইসির দুই কর্মচারী। আদালত তাদের কারাগারে পাঠায়। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ইসি কর্মচারী জয়নাল আবেদীন গ্রেফতারের পর পুলিশকে জানায় সত্য সুন্দর ও সাগর এনআইডি জালিয়াতিতে জড়িত।

সর্বশেষ খবর