বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

জনগণের পুলিশ হওয়ার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক

জনগণকে সেবা প্রদান ও তাদের আস্থা অর্জনের মাধ্যমে পুলিশ সদস্যদের জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল সকালে রাজধানীর তেজগাঁও থানা কম্পাউন্ডে ১০তলা বিশিষ্ট বাংলাদেশ পুলিশ ডরমিটরি উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জঙ্গিবাদ রুখে দিতে সক্ষম হয়েছি। পুলিশের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছি।  উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মামলার সাক্ষ্য দেওয়াসহ অন্যান্য দাফতরিক কাজে প্রতিদিন ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তাকে ঢাকায় আসতে হয়।

ঢাকায় তাদের থাকার জন্য কোনো আবাসনের সুবিধা ছিল না। এ ডরমিটরি নির্মাণের মাধ্যমে তাদের আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, এসবির প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডির প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর