বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সড়ক ও জনপথের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী মো. ফিরোজ ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি হয়েছে। মামলার বাদী কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ। দুদকের জনসংযোগ কার্যালয় বিষয়টি জানিয়েছে। জানা গেছে, ফিরোজ ইকবালের বিরুদ্ধে ১ কোটি ৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৬(২), ২৭(১) ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর