বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টায় বনানী কবরস্থানে শেখ মনি ও ১৫ আগস্টে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে যুবলীগ। যুবলীগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ যুবলীগের সদ্য বিদায়ী কমিটির কেন্দ্রীয় নেতা, মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্মগ্রহণ করেন শেখ ফজলুল হক মনি। 

সর্বশেষ খবর