বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

সেনাপ্রধান রবিবার মিয়ানমার যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামী রবিবার মিয়ানমার যাচ্ছেন। মিয়ানমারের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ও সেনাবাহিনীর প্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে মিনের আমন্ত্রণে মিয়ানমার যাচ্ছেন তিনি। রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দুই দেশের সম্পর্কোন্নয়নের বিষয়গুলো নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা করবেন সেনাপ্রধান। ওই সফরের প্রস্তুতির অংশ হিসেবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর জেনারেল আজিজ আহমেদ বলেন, দুই দেশের সামরিক বাহিনীর মাঝে সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কেও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

দুই দেশের মধ্যে যত বেশি এনগেজমেন্ট হবে, সম্পর্ক তত ভালো হবে। প্রসঙ্গক্রমে  রোহিঙ্গা সমস্যার বিষয়টি আসবে। এগুলো নিয়ে কী কী সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।

সর্বশেষ খবর